Connect with us

বাংলাদেশ - পাকিস্তান সিরিজ

তরুণদের আরও সময় দিতে বলছেন মাহমুদউল্লাহ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। টেস্টের ভাবনায় বিশ্রাম দেয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। তিন সিনিয়রের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান-শহিদুল ইসলাম-নাজমুল হোসেন শান্তরা।

যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি তাঁরা। তবুও তরুণদের প্রতি আস্থা হারাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণদেরকে আরও সময় দিতে বলছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব-মুশফিকরা না থাকায় শহিদুল-সাইফদের জন্য ভালো সুযোগ তৈরি করেছিল বলে মনে করেন তিনি।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই। অনেক নতুন ছেলে ছিল। যারা অভিষিক্ত হয়েছে। সাইফের অভিষেক হয়েছে। আজ শহিদুল করেছে এবং বেশ ভালো বোলিং করেছে। এটা তরুণদের জন্য খুব ভালো সুযাোগ তাদের তৈরি করেছে।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘তবে আমার মনে হয় একটু সময় লাগবে। কেননা টি–টোয়েন্টি এতটা সহজ না। বিশেষ করে তরুণদের জন্য। আমি মনে করি তারা এটি মানিয়ে নেবে এবং তারা খুব ভালো পারফর্ম করবে।’

সিরিজের প্রথম দুই ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়তে না পারলেও শেষ ম্যাচে দারুণভাবে লড়াই করেছে বাংলাদেশ। শেষ ওভারে ৮ রান তুলতে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, শেষ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নাগালে এনেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি। সিরিজে দুই-একটা ম্যাচ জিততে দলের আত্মবিশ্বাস আরও ভালো হতো বলে মনে করেন বাংলাদেশর টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় এক–দুটা ম্যাচ যদি জেতা যেতো তাহলে দলের আত্মবিশ্বাসটা আরও ভালো থাকতো। যেরকম অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজের সময় আমাদের ড্রেসিংরুমটা উৎফুল্ল ছিল। অবশ্যই দল হারলে সব সতীর্থেরই খারাপ লাগে। অনেক শঙ্কা তৈরি হয়। আমার মনে হয় ছেলেরা সবাই চেষ্টা করেছে, আমার মনে হয় জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি।‘

সর্বশেষ

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

কোহলি ২-৩ মাসের ছুটি পেলে রাজার মতো ফিরবে: শাস্ত্রী

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

১৪ চ্যানেলে সারাবিশ্বে দেখা যাবে পিএসএল

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

অশ্বিন-লায়নরা ১ হাজার উইকেট নেবেন, ভবিষ্যদ্বাণী ওয়ার্নের

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

স্যামির বদলে জালমির প্রধান কোচের দায়িত্বে ফস্টার

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

কোলপাক ছেড়ে দক্ষিণ আফ্রিকা দলে হার্মার

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

সেরা দশে ডাসেন, ডি কক-বাভুমার উন্নতি

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন কুশল, গুনাথিলাকা

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

বিপিএল থেকে ছিটকে গেলেন আল আমিন

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পেরেরার বিদায়

২৬ জানুয়ারী, বুধবার, ২০২২

জয়ের পরিপক্বতায় মুগ্ধ রোডস

আর্কাইভ

বিজ্ঞাপন