বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ম্যাচ জমিয়ে দেয়ায় মাহমুদউল্লাহর প্রশংসায় সাকলাইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:24 সোমবার, 22 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশের হার ৫ উইকেটের ব্যবধানে। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান।

তাসকিনের চোটে শেষদিকে এক ওভারের জন্য একজন অনিয়মিত বোলারের দ্বারস্থ হতে হতো মাহমুদউল্লাহ রিয়াদকে। সেই সময় নিজের হাতেই বল তুলে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচও জমিয়ে তুলেছিলেন। একে একে ফিরিয়েছেন সরফরাজ আহমেদ, হায়দার আলী ও ইফতিখার আহমেদকে। 

যদিও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেননি। যদিও বাংলাদেশ যেভাবে ম্যাচ জমিয়ে তুলেছিল তার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধান কোচ সাকলাইন মুশতাক। তিনি ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ককে বিশেষ করে প্রশংসায় ভাসিয়েছেন।

তিনি বলেন, 'ম্যাচ এমন জমে যাওয়ার কৃতিত্ব বাংলাদেশের। বিশেষ করে মাহমুদউল্লাহ যেভাবে শেষ ওভারে বোলিং করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।'

এই ম্যাচে ৩৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন হায়দার আলী। পুরষ্কার হাতে নিয়ে তিনি জানিয়েছেন, ভাগ্যের সহায়তা থাকায় এই ম্যাচে জয় পেয়েছেন তারা। পিচ বরাবরের মতোই কঠিন ছিল তাদের লক্ষ্য ছিল নির্দিষ্ঠ বোলারকে পরিস্থিতি অনুযায়ী টার্গেট করা।

হায়দার বলেন, 'পিচ বেশ কঠিন ছিল। রিজি ভাই (মোহাম্মদ রিজওয়ান) আমাকে অনেক সাহায্য করেছে এবং আমাকে শেষ পর্যন্ত খেলার পরামর্শ দিয়েছিলেন। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে সৌভাগ্যবসত আমরা জিততে পেরেছি।'