বিপিএল

বিপিএলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:51 সোমবার, 22 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়ানোর কথা রয়েছে ২০২২ সালের জানুয়ারিতে। আসন্ন এই আসরের জন্য নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল সাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের আসরটিও হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজনে।

করোনা পরিস্থিতির কারণে গত বছর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

এর আগের মৌসুমে ফ্র্যাঞ্চাইজি বাদ দিয়ে সাত স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করা হয়েছিল বিপিএলের আসর। সেই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস।

ধারণা করা হচ্ছে এবারের আসরে অংশ নেয়া দলগুলোর সঙ্গেই লম্বা সময়ের জন্য চুক্তি করবে বিসিবি। যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বিপিএলের এবারের আসরের পর।

বিসিবির ভবিষ্যৎ সূচি অনুযায়ী এবারের বিপিএল হওয়ার কথা রয়েছে ২০ জানুয়ারি থেকে এবং ফাইনাল হওয়ার কথা রয়েছে ২০ ফেব্রুয়ারির মধ্যে।