ভারত- নিউজিল্যান্ড সিরিজ

পা মাটিতেই রাখতে চান দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 সোমবার, 22 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতের। বিরাট কোহলিদের সেই হতাশার মিশনের পরপরই প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। দায়িত্ব নেয়ার পর তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে কিউইদের হোয়াইওয়াশ করে ভারতীয় ক্রিকেট বইয়ে দ্রাবিড় অধ্যায়ের সূচনা হয়েছে। কোচ হিসেবে প্রথম মিশনে সফল হতে পেরে আনন্দিত দ্রাবিড়। তবে পা মাটিতেই রাখতে চান ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল ভারত। রোববার (২১ নভেম্বর) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৩ রানে জিতেছে রোহিত শর্মার দল। আর তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ড।

দ্রাবিড় বলেন, 'এটা সত্যিই দারুণ সিরিজ জয়। এখনও পর্যন্ত সবাই দুর্দান্ত খেলেছে। এটা ভালো যে আমার শুরুটা সুন্দর হয়েছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে, আমরা মাটিতেই পা রাখতে চাই।'

সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারতের প্রধান কোচ আরও বলেন, 'কিছু তরুণ ক্রিকেটারদের দেখে সত্যিই ভালো লাগছে। আগামীতে আমরা কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেবো, যারা শেষ কয়েক মাসে খুব বেশি ক্রিকেট খেলেনি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ভারত সফরে এসেছে নিউজিল্যান্ড দল। ভারতের মাটিতে পৌঁছে এক সপ্তাহের মধ্যেই খেলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে টানা ম্যাচ খেলা কিউইদের জন্য সহজ কাজ ছিল না।

দ্রাবিড় বলেন, 'ফাইনাল খেলে তিন দিন পর ছয় দিনের মধ্যে তিনটা ম্যাচ খেলা নিউজিল্যান্ডের জন্য সহজ কাজ না। আমাদের দিক থেকে এটা (সিরিজ জয়) ভালো। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।'