টি-টেন

সংক্ষিপ্ত ফরম্যাটে স্পিনারদের সফল হওয়ার মন্ত্র দিলেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:46 সোমবার, 22 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হচ্ছে ক্রিকেট। এর ফলে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে বোলারদের সামনে। সংক্ষিপ্ত ফরম্যাটের কারণে, ব্যাটাররা থাকেন অত্যাধিক আক্রমণাত্মক। এর ফলে মাঠের সীমানাও ছোটো হয়েছে, বেড়েছে ব্যাটের আয়তনও।

ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ মনে করেন এ কারণে বোলারদের আগের চেয়ে অনেক বেশি সাহসী ও আত্মবিশ্বাসী হতে হবে। টি-টেন লিগের এবারের আসরে দিল্লি বুলসের হয়ে খেলছেন এই ইংলিশ স্পিনার। সেখানেই এই মন্তব্য করেছেন তিনি।

রশিদ বলেন, 'এটা বেশ কঠিন কারণ এই সময় ছোট মাঠে খেলা হচ্ছে, সেখানে থাকছে ফ্ল্যাট পিচ ও বড় ব্যাটে খেলার সুবিধা পাচ্ছে ব্যাটাররা। এখানে ভিন্নভাবে ব্যাটাররা বোলারের ওপর চড়াও হয়। কয়েকটি ম্যাচে আপনি টানা চার ছক্কা খেলে এটা আপনার মনের মধ্যে কাজ করতে পারে।'

এমন অবস্থায়ও ভালো বোলিংয়ের উপায় বাতলে দিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সদস্য। তিনি মনে করেন গুগলি, স্লাইড নিয়ে নেটে কাজ করে স্পিনাররা তাদের ভ্যারিয়েশন বাড়াতে পারেন। যা পরবর্তীতে ম্যাচে কাজে লাগতে পারে।

রশিদের ভাষ্য, 'একজন স্পিনার হসিএবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস বজায় রাখা যে আপনি একজন ম্যাচ উইনার। আপনি খেলা বদলে দিতে পারেন ৩, ৪, ৫ বলের মধ্যে। আপনাকে নেটে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, গুগলি, স্লাইড ইত্যাদির মাধ্যমে আপনার বোলিংয়ের ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে হবে।'

টি-টেনের সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে এই লেগ স্পিনার বলেছেন, 'ক্রিকেটের এসব ফরম্যাটে আপনি মার খাবেন। এটাই খেলার প্রকৃতি। শুধু স্পিনার নয় পেসার বা আপনি যেই হোন, বিশ্বসেরা হলেও আপনাকে তোপের মুখে পড়তে হবে।'