বিশ্বকাপ বাছাইপর্ব

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:17 রবিবার, 21 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

হারারেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে নারী বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তানের মেয়েরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল আগেই জয় নিশ্চিত করে ফারজানা নিগার সুলতানার দল।

হারারের মন্থর উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। ৪৯ রানের মধ্যেই তারা পাকিস্তানের ৫ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিল। এরপরই ষষ্ঠ উইকেটে ম্যাচের নাগাল নিজেদের দিকে নিয়ে নেন পাকিস্তানের অভিজ্ঞ দুই ব্যাটার নিদা দার ও আলিয়া রিয়াজ।

এই দুজনে যোগ করেন ১৩৭ রানের। আর তাতেই স্কোরবোর্ডে লড়াইয়ের পুজি পায় পাকিস্তান। ১১১ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নিদা। ৮টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ৮২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিয়া।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রিতু মনি ও নাহিদা আক্তার। আর একটি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। হাতের মুঠোয় লক্ষ্য পেয়েও বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার।

এই দুজনের ওপেনিং জুটি ভাঙে ১০ রানেই মুর্শিদা ফিরে যান ১৯ বলে ৯ রান করে। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শারমিন ও ফারজানা হক। শারমিন ৬৭ বলে ৩১ রানের ইনিংস খেলে আউট হন। আর ফারজানার ব্যাট থেকে আসে ৯০ বলে ৪৫ রানের দায়িত্বশীল ইনিংস।

এরপর নিগার ৪ রানে ফিরে গেলেও ইনিংস আগলে রেখে খেলেছেন অভিজ্ঞ ব্যাটার রিতু ও রুমানা। রিতু ৩৭ বলে ৩৩ রান করে ফিরে গেলেও ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন রুমানা। যদিও শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু সালমা খাতুন ১৩ বলে ১৮ রানের ইনিংস খেলে রুমানাকে দারুণ সঙ্গ দিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান।