ক্রিকেট অস্ট্রেলিয়া

কামিন্সই অধিনায়ক হওয়ার যোগ্য: অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:18 রবিবার, 21 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টিম পেইন নেতৃত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন পেসার প্যাট কামিন্স। যে তালিকায় রয়েছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও। যদিও জেমস অ্যান্ডারসনের সমর্থন পেসার কামিন্সের দিকে। ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার মনে করেন, বোলারদের আরও বেশি নেতৃত্বে আসা উচিত।

সম্প্রতি চোট কাটিয়ে অ্যাশেজ দিয়ে ফেরার পরিকল্পনা করছিলেন পেইন। তবে পুরোনো ঘটনায় সময় তাকে ফিরিয়ে নিয়ে গেছে প্রায় বছর চারেক আগে। ২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠিয়েছিলেন পেইন।

অনৈতিক প্রস্তাবও দেন সেই নারীকে। সেই নারী তাতে সায় দেননি। সেই বছরই কর্মক্ষেত্রে ইস্তফা দেন নাম প্রকাশ না হওয়া সেই নারী। এরপর কয়েক বছর পেরিয়ে গেলেও এই ঘটনা তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি দায়িত্বপ্রাপ্তদের।

যদিও পুরোনো সেই ঘটনা নতুন করে সামনে আসায় অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন পেইন। এরপর থেকেই নতুন অধিনায়কের খোঁজে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে তালিকায় রয়েছেন বর্তমান সহ-অধিনায়ক কামিন্স।

তিনি নেতৃত্ব পেলে ৬৫ বছরে প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার। কামিন্স কেন অধিনায়ক হবে না সেটিও নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যান্ডারসন। ডানহাতি এই পেসার মনে করেন, অন্যান্যদের তুলনায় বোলাররা খেলা নিয়ে বেশি চিন্তা করে।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমি মনে করি আরও বোলারের অধিনায়ক হওয়া উচিত...। বোলাররা ক্রিকেট নিয়ে বেশি চিন্তা করে। আমরা ক্রিকেটারদের নিয়ে ভাবছি। সে এটাতে (নেতৃত্বে) ভালো করবে। সে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সে বোলিং আক্রমণের নেতা। তার সেই সক্ষমতা রয়েছে তাহলে কেন সুযোগ পাবে না।’