টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকায় পা রাখল পাকিস্তানের টেস্ট দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:47 রবিবার, 21 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছেন বাবর আজমরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবেন টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটারা। দলের সঙ্গে যোগ দিতে সন্ধ্যায় ঢাকায় এসেছে পাকিস্তানের টেস্ট দলের বাকি সদস্যরা। 

১৪ জনের বহর নিয়ে সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে তাঁরা। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে জায়গা হয়নি ইয়াসির শাহর। ডানহাতি এই লেগ স্পিনার ছাড়াও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন হারিস রউফ, ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি।

এদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন কামরান গুলাম, ইমাম উল হক ও বিলাল আসিফ। 

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৬ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৪ ডিসেম্বর।

পাকিস্তান দল- বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মেহমুদ।