বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ইনিংস বড় করতে না পারায় শান্তর আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:08 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। তবে দল হিসেবে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে।

তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেকটা আক্ষেপের সুরেই শান্ত জানালেন, তার ইনিংসটা আর একটু লম্বা হলে দলীয় সংগ্রহটাও আরও বাড়তে পারতো। 

দীর্ঘদিন পর পাকিস্তান সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শান্ত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৭ রান করতে পেরেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।  সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে রানের দেখা পেলেন শান্ত।

৫ রানে দুই ওপেনারকে হারিয়ে দল যখন ধুঁকছিল তখন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ব্যাক্তিগত ৪০ রান করে সাজঘরে ফিরলে দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাই বড় ইনিংসের আক্ষেপ পুড়াচ্ছে এই টপ অর্ডার ব্যাটারকে। 

শান্ত বলেন, 'আমার কাছে মনে হয় যে, আমি যদি আর একটু বড় করতাম (ইনিংস) তাহলে দল আরও একটু ভালো অবস্থায় যেতে পারতো।৪০ রানটা যদি ৭০ হতো তাহলে হয়তোবা ১৬০ বা ১৫০+ হতে পারতো। তাহলে ভিন্ন রকম খেলা হতে পারতো। বলব যে মোটামুটি ভালো হয়েছে তবে আরও একটু বড় করতে পারলে দলের জন্য ভালো হতো।'

ঘরের মাঠে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু সেই সিরিজেও ব্যাট হাতে মলিন ছিলেন ব্যাটাররা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। ব্যাটারদের এমন ধারাবাহিক ব্যর্থতা ভাবাচ্ছে দলকে। 

এ প্রসঙ্গে শান্ত বলেন, 'অবশ্যই ঘরের মাঠে সর্বশেষ দুটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তারপরে এসে দুটি ম্যাচ খারাপ হয়েছে। ভালো, খারাপ হতে  পারে কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হলো, আমরা যেভাবে ব্যাটিং করছি। এটা আমাদের ভালো হচ্ছে না। আমরা ব্যাটাররা যদি আরও একটু ভালো ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তোবা আরও একটু প্রতিযোগিতামূলক খেলা হতে পারতো।'