বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মিরপুরকে ঘরের মাঠ মনে হচ্ছে ফখরের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:02 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানকে জিতিয়েছেন ফখর জামান। এমন ইনিংসের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।

পুরষ্কার নেয়ার পর ফখর জানিয়েছেন, বাংলাদেশে খেলে ঘরের মাঠের মতো মনে হচ্ছে তার। বিশেষ করে গ্যালারিতে পাকিস্তানের সমর্থকদের উল্লাসে অভিভূত এই বাঁহাতি ব্যাটার।

তিনি বলেন, 'বাংলাদেশিদের এমন ভালোবাসা দেখে আমি অভিভূত। মনে হচ্ছে ঘরের মাঠেই খেলছি এবং এজন্য আমরা দারুণ খুশি।'

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সের কৃতিত্ব অধিনায়ক বাবর আজমকে দিয়েছে ফখর।

তিনি বলেন, 'সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সে প্রত্যেকের জন্য একটি মানদণ্ড তৈরি করে দিয়েছে। তিন বিভাগেই খেলোয়াড়রা এটাকে লক্ষ্য বানিয়েছে। বাবরের একক পারফরম্যান্সও দারুণ। এটাই দলের সব ক্রিকেটারদের মনোবল বাড়িয়েছে।'