ভারত-নিউজিল্যান্ড সিরিজ

সাউদির চোখে হারের কারণ ব্যস্ত সূচি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:44 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে কিউইদের এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে ব্যস্ত সূচি আর কন্ডিশনকে দায়ী করলেন টিম সাউদি।

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। লোকেশ রাহুল ও রোহিত শর্মার জোড়া হাফ সেঞ্চুরির দিনে পাত্তায় পায়নি কিউই বোলাররা। যার ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ভারত সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। টানা ম্যাচ খেলায় ক্লান্ত কিউইরা এমনটাই শোনা গেছে ভারপ্রাপ্ত অধিনায়কের কন্ঠে।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাউদি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই এটি আসলে ব্যস্ত সূচি। আমি মনে করি যে, আমরা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছি না।'

তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে রাতের বেলায়, কৃত্রিম আলোতে। আর এই সময়ে কুয়াশা বেশ ভোগাচ্ছে দুই দলকেই। সাউদি মনে করেন, সফরকারীরা এই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না।

সাউদি বলেন, 'সারা রাত জুড়ে প্রচুর শিশির পড়ছিল এবং এটি উভয় দলকেই প্রভাবিত করেছিল। এটি কঠিন, আপনি ভেজা বল দিয়ে অনুশীলন করতে পারেন। তবে আমরা আমাদের পছন্দ মতো মানিয়ে নিতে পারিনি। আমাদের হারানোয় ভারতীয়দের কৃতিত্ব দিতে হয়।'