বাংলাদেশ- পাকিস্তান সিরিজ

মিরপুরের উইকেটের কড়া সমালোচনায় সালমান বাট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:56 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে খেলার কারণে বরাবরই বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়। চলমান পাকিস্তান সিরিজেও উইকেটে খুব বেশি পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে রানও পান নি ব্যাটাররা। আর এজন্য মিরপুরের উইকেটকেই দায়ী করলেন সালমান বাট। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ধারণা এমনা পিচে জয় পেলেও আদতে ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটেরই।

লম্বা সময় থেকেই বাংলাদেশের ঘরের মঠে খেলা মানেই আলোচনার 'হট কেক' মিরপুরের উইকেট। পাকিস্তান সিরিজে তাই আটঘাট বেঁধে উইকেট বানানোর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ম্যাচে তাঁর খুব একটা প্রভাব দেখা যায়নি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে তিন পেসার দেখে ধারণা করা যায় পেস বান্ধব উইকেটই করতে চেয়েছিল বিসিবি। কিন্তু ম্যাচে পেসারদের পাশাপাশি যথেষ্ট সুবিধা পেয়েছেন স্পিনাররাও। এমন বোলিং বান্ধব উইকেটে রান তুলতে বেশ ভুগতে হয়েছে ব্যাটারদের।

এসবের সমালোচনা করে সালমান বলেন, 'শট খেলার সময় আমরা ছক্কাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি। মঈন খান ক্রিকেট একাডেমিতে টুর্নামেন্ট খেলেছি। এখানে পিচগুলো এমনই হয়। বাংলাদেশ জেতার জন্য যে এমন বাজে পিচ বানাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এটা তাদের কোনো উপকারেই আসছে না।'

সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ালাকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। অথচ এই দুই দল আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে। আর বাংলাদেশ সুপার টুয়েলভে কোনো ম্যাচই জিততে পারনি।

তিনি আরও বলেন, ‘তারা ঘরের মাঠে যেমন পিচে খেলে জয় পাচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় তো এমন উইকেটে খেলা হয় না। দেশে যেমন ক্রিকেট খেলে সিরিজ জিতছে, অন্য জায়গায় তো এমন ক্রিকেট খেলতে পারছে না। এটা নিয়ে ভাবতে হবে।’