শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

টি-টোয়েন্টিতে ভালো করে টেস্ট দলে আসালাঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:28 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলা চারিথ আসালাঙ্কা।

সদ্য সমাপ্ত বিশ্ব আসরে ছয় ম্যাচে খেলে ৪৬ গড়ে ২৩১ রান করেছিলেন এই লঙ্কান ব্যাটসম্যান। বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে তিনিই সর্বোচ্চ রান করেছিলেন।

আসালাঙ্কা ছাড়াও টেস্ট দলে নতুন মুখ কামিল মিশারা, সুমিন্দা লাকশান ও চামিকা গুনাসেকারা। মিশারা বাঁহাতি ব্যাটার। আর লাকশান লেগ স্পিনিং অলরাউন্ডার ও চামিকা পেসার।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। সেই দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরামান্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা ও দাসুন শানাকা।

যদিও থিরিমান্নে নিজেই সরে দাঁড়িয়েছেন আসন্ন এই সিরিজ থেকে। আর নিষেধাজ্ঞার কারণে দলে নেই ডিকওয়েলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী রবিবার থেকে গলে।

শ্রীলঙ্কা স্কোয়াড-

দিমুথ করুনারাত্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, রমেশ মেন্ডিস, কামিল মিশারা, চামিকা করুনারাত্নে, লাকশান সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রবীণ জয়াবিক্রম, সুমিন্দা লাকশান, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো ও চামিকা গুনাসেকারা।