বাংলাদেশ ক্রিকেট

অবসরের সিদ্ধান্ত নিলেন তুষার ইমরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:27 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২১ নভেম্বর (রবিবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তুষার ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের শেষবার ২০০৭ সালে খেলেছিলেন তুষার। ডানহাতি এই ব্যাটারের রাজত্ব মূলত দেশের ঘরোয়া ক্রিকেটে। প্রথম শ্রেণি এবং লিস্ট এ ম্যাচে দেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম ভরসার প্রতীক তুষার।

২০ নভেম্বর (শনিবার) নিজের ফেসবুকে খুলনা বিভাগের এই ব্যাটার লেখেন, 'আগামীকাল প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব।দোয়া করবেন।'

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসা তুষার দেশের হয়ে রঙিন পোশাকে মোট ৪১টি ওয়ানডে খেলেছেন। খেলেছেন পাঁচটি টেস্ট ম্যাচও।

কিন্তু সে সময়ের বাস্তবতায় তেমন কিছুই করা হয়ে ওঠেনি তুষারের। ওয়ানডে কেবল দুটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, টেস্টে সেটাও পাননি। প্রায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নেই কোনো সেঞ্চুরিও।

তুষারের শুভ্রতা খুঁজে নিতে হলে তাকাতে হবে ঘরোয়া ক্রিকেটে। যেখানে ১৮২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে প্রায় ৪৩ গড়ে ১১ হাজার ৯৭২ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে ৩২টি। হাফ সেঞ্চুরি ৬৩টি। সর্বোচ্চ খেলেছেন ২২০ রানের ইনিংস।

লিস্ট 'এ' ম্যাচেও দারুণ সফল তুষার। ১৭৩টি ম্যাচ খেলে প্রায় ২৮ গড়ে করেছেন চার হাজার ৪৩৯ রান। হাফ সেঞ্চুরি আছে ৩০টি। সেঞ্চুরি একটি।