অস্ট্রেলিয়া ক্রিকেট

পেইনকে অধিনায়ক বানানো ভুল সিদ্ধান্ত ছিল: সিএ চেয়ারম্যান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:15 শনিবার, 20 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টিম পেইনের কুকীর্তি সম্পর্কে জানার পরেও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব দেয়া হয় তাঁকে, এমন সিদ্ধান্তকে ভুল বলছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান রিচার্ড ফ্রেডেনস্টেইন।

২০১৭ সালের অ্যাশেজের সময় গ্যাবা টেস্টের আগে পরিচিত নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ ছবিসহকারে বার্তা পাঠান পেইন। অনৈতিক প্রস্তাবও দেন সেই নারীকে। পরের বছরের মার্চে বিষয়টি সম্পর্কে অবগত হয় ক্রিকেট তাসমানিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঠিক সেই সময়ে বল বিকৃতির ঘটনায় জড়িত থাকায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারান স্টিভ স্মিথ। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও নিষেধাজ্ঞার সাজা ভোগ করেন স্মিথের সাথে। অস্ট্রেলিয়া ক্রিকেটের সেই দুরাবস্থায় টেস্ট অধিনায়কত্ব পান পেইন।

নারী সহকর্মীর সঙ্গে এমন আচরণে পেইনকে তখন হুঁশিয়ারি বার্তাও পাঠানো হয়। সিএ'র বর্তমান চেয়ারম্যান ফ্রেডেনস্টেইন মনে করেন, এই সময়ের কর্তারা যদি তখন দায়িত্বে থাকতো, তাহলে পেইনকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব দেয়াই হতো না।

ফ্রেডেনস্টেইন বলেন, '২০১৮ সালের সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলতে পারব না। আমি সেখানে ছিলাম না। তবে বর্তমান সময়ে আমি একটা কথা বলতে পারি, তা হচ্ছে বর্তমান ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড কখনোই এমন সিদ্ধান্ত নিত না।'

তিনি আরও বলেন, 'এমন সিদ্ধান্ত সকলকে ভুল বার্তা প্রেরণ করে। এমন আচরণও প্রত্যাশিত নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়কদের মান অবশ্যই অনেক উঁচুতে।'

রোষানলে পড়ে নেতৃত্ব ছাড়লেও ৩৬ বছর বয়সী পেইন অবশ্য অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যেতে চান। নিজের ইচ্ছার কথা ইতোমধ্যেই মিডিয়াকে জানিয়েছেন তিনি। পেইন না খেললে অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে অ্যালেক্স ক্যারি বা জস ইংলিসকে।