বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

এক ম্যাচ দেখেই সাইফকে 'ব্যর্থ' ভাবতে নারাজ মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:45 শুক্রবার, 19 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে বড় চকম ছিলেন সাইফ হাসান। প্রথম টি-টোয়েন্টিতেই অভিষেক হয়েছে তরুণ এই ওপেনারের। কিন্তু ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে ১ রানের বেশি করতে পারেননি সাইফ। তবে তাঁর সামর্থে আস্থা রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ অধিনায়কের ধারণা শীঘ্রই রানে ফিরবেন এই তরুণ ওপেনার। শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাইফ। ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ওপেনার। এর ফলে ১০ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে দল।

সাইফের ব্যাটিং সামর্থ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ট্যাকনিকের বিষয় আমি খুব একটা বলতে পারব না। আমার কাছে মনে হয় তাঁর ট্যাকনিক ভালো। প্রথম ম্যাচ যে কারোরই খারাপ হতে পারে। ইনশাআল্লাহ্‌ সে ফিরে আসতে পারবে।’

এবারই প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেলেও এর আগেই বাংলাদেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে খেলেছেন সাইফ। এমনকি বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই তাঁকে মনে করা হয় টেস্টের উপযোগী ব্যাটার হিসেবে।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যেই ৫টি টেস্টও খেলে ফেলেছেন তিনি। তবে ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি সাইফ। ৫ ম্যাচে ১৪.১১ গড়ে এই ডানহাতি ওপেনার  করেছেন ১২৭ রান। ঘরোয়া ক্রিকেট, ইমার্জিং দল ও এ দলে হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাইফ।

সেখানেও তাকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায়নি। গত জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১৪ ইনিংসে ২৮.০৭ গড়ে তার সংগ্রহ ছিল ৩৬৫ রান। যেখানে ১১৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছিলেন এই ডানহাতি ওপেনার।।