ইংল্যান্ড ক্রিকেট

একযুগ আগের বিতর্কিত কাণ্ডে ক্ষমা চাইলেন হেলস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:55 শুক্রবার, 19 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

প্রায় এক যুগ আগে এক পার্টিতে বির্তকিত কান্ড ঘটিয়েছিলেন অ্যালেক্স হেলস। সম্প্রতি ঘটনাটি সামনে চলে আসায় সবার কাছে ক্ষমা চেয়েছেন এই ইংলিশ ওপেনার।

২০০৯ সালে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন হেলস। সেখানে  নিজের মুখে বর্ণবাদমূলক এক ধরনের কালো পেইন্টিং করে উপস্থিত হয়েছিলেন তিনি। যা সরাসরি আঘাত করেছিল কৃষ্ণাজ্ঞদের অনুভূতিতে।

এ কারণে ক্ষমা চেয়ে হেলস বলেছেন, ‘অবশ্যই আমি বুঝতে পেরেছি যে এটা খুবই অসম্মানজনক এবং এতে কোনো সন্দেহ নেই। এই ধরনের ঘটনা জন্য ক্ষমা প্রার্থী।’

তিনি আরও বলেন, ‘এটা আমার পক্ষ থেকে অবিশ্বাস্য এক বেপরোয়া এবং মূর্খতা ছিল। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। এমন ঘটনায় ক্লাবের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।’

হেলসের এমন কাণ্ডের তদন্ত করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও তখনকার সময়ের তাঁর কাউন্টি দল ইয়র্কশায়ার। হেলসের এমন কাণ্ড সামনে চলে আসায় বিবৃতি দিয়েছে তার ক্লাবও।

তারা বলেছে, ’ক্লাবের প্রতিষ্ঠিত শৃঙ্খলামূলক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে হেলসকে। তদন্তে অংশ নিতে সে সম্মতি জানিয়েছে।’