বাংলাদেশ - পাকিস্তান সিরিজ

মুশফিক ইস্যুতে জবাবহীন মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:43 বৃহস্পতিবার, 18 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হচ্ছে না মুশফিকুর রহিমের। পরবর্তীতে সেই গুঞ্জন অবশ্য সত্যিই হয়েছে। ১৬ নভেম্বর স্কোয়াড দেয়ার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে মুশফিককে বিশ্রাম দেয়া হয়েছে। মুশফিকের দাবি, তিনি বিশ্রামই চাননি। এদিকে মুশফিক ইস্যুতে জবাবহীন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খানিকটা তরুণ দল সাজিয়েছে বাংলাদেশ। লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে খেললেও এবারই প্রথম টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ‍মুশফিক। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

এবারের আসরে ৮ ম্যাচে যথাক্রমে ৩৮, ৬, ৫, ৫৭*, ২৯, ৮, ০ ও ১ রান করেছেন মুশফিক। যেখানে দলের গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকিপূর্ণ শট খেলে দলকে আরও বিপাকে ফেলেছেন তিনি। তাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে জায়গা হারাতে হয়েছে তাকে।

এদিকে টেস্টের বিবেচনায় মুশফিককে বিশ্রাম দেয়ার কথা বলা হলেও নির্বাচকদের একহাত নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সিরিজ শুরুর আগে গণমাধ্যমে জানিয়েছেন যে, এখনও বিশ্রাম নেয়ার মতো অবস্থায় যাননি তিনি। এদিকে পাকিস্তান সিরিজের শুরুর আগে সংবাদ সম্মেলনে মুশফিক ইস্যুতে প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে টিম ম্যানেজমেন্টের কোটে বল ঠেলে দিয়েছেন মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে  মাহমুদউল্লাহ বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। দেখেন মুশফিক কী বলেছে আমি নিজেও জানিনা। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারব।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এই মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’