বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বাংলাদেশের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করবে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 বৃহস্পতিবার, 18 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গের বেদনা ভুলে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাবর আজমের দল।

আসন্ন এই সিরিজে বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চায় সফরকারীরা। সেই সঙ্গে বেঞ্চের শক্তিও পরীক্ষা করতে চায় তারা। এরই মধ্যে ম্যাচের একদিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ৬ ম্যাচেই একই একাদশ নিয়ে খেলেছেন বাবর-রিজওয়ানরা। সেখান থেকে বাংলাদেশ সফরে আসেননি কেবল মোহাম্মদ হাফিজ।

এ ছাড়া দলের সঙ্গে থাকলেও ১২ জনের দলে জায়গা হয়নি আসিফ আলী ও ইমাদ ওয়াসিমের। নতুন করে দলে ঢুকেছেন হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাবর জানিয়েছেন, নিজেদের শক্তির জায়গাটাই খুঁজে বের করতে চাইছেন তারা। বাংলাদেশ ও এরপরে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে ৬ ম্যাচেই তাই ভিন্ন ভিন্ন ক্রিকেটারদের খেলানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বাবর বলেন, 'বিশ্বকাপ থেকে যে মোমেন্টাম চলছে আমাদের, তা ধরে রাখতে চাইছি। এখানে ভিন্ন কম্বিনেশন খেলানোর চেষ্টা করছি, নিজেদের শক্তির জায়গা বাজিয়ে দেখতে চাই। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজও আছে। ৬ ম্যাচে বিভিন্ন ক্রিকেটারকে দেখব আমরা।'

যদিও পরীক্ষা নিরীক্ষার কথা বলে দলের মূল ক্রিকেটারদের বসিয়ে রাখতে নারাজ বাবর। তিনি মনে করেন বাংলাদেশের যেহেতু এটা হোম সিরিজ তাই প্রতিপক্ষকে সুযোগ করে দেয়াটাও ঠিক হবে না। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার না থাকলেও তরুণ টাইগার ক্রিকেটারদের শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন পাকিস্তান অধিনায়ক।

বাবরের ভাষ্য, 'যে মোমেন্টাম আমরা পেয়েছি, যে ব্যাপারটি দেখা গেছে, তা পুরোপুরি উপেক্ষা করা যাবে না। মুল ক্রিকেটারদের বসিয়ে রাখা যাবে না। কারণ এরপর টেস্ট সিরিজও আছে। তাছাড়া এটা ওদের হোম সিরিজ। কাজেই ওদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। কয়েকজন ক্রিকেটার নেই, তবে যারা আছে, তারাও কম নয়। বিপিএল খেলে ওরা সবাই। ওদেরকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।'