শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কার দায়িত্ব ছাড়ছেন আর্থার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:12 বুধবার, 17 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন মিকি আর্থার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেষবারের মতো লঙ্কান ড্রেসিংরুমে দেখা যাবে এই প্রোটিয়াকে। এরপর তিনি দায়িত্ব নেবেন কাউন্টি ক্রিকেট দল ডার্বিশায়ারের।

২১ নভেম্বর গল টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার মধ্যকার সাদা পোশাকের লড়াই। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ দিয়েই লঙ্কান অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন আর্থার।

এরপর কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্ব নেবেন। ক্লাবের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন এই প্রোটিয়া কোচ।

আর্থার বলেন, ‘বেশ কিছু তরুণ খেলোয়াড়ের সঙ্গে ডার্বিশায়ারে একটি ভালো অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই ক্লাবের অংশ হতে এবং কাজ করতে আমি মুখিয়ে আছে। আমার জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ।’

ডার্বিশায়ারের স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী আর্থার। তরুণ ক্রিকেটারদের নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দলকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তিনি।

এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘এই ক্লাবটিকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিতে আমি কাজ করে যাব। ডার্বিশায়ারের একটি ভালো স্কোয়াড আছে এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই। আমরা কোনো দলকে ভয় পাব না এবং আমাদের সমর্থকদের ভালো কিছু দিতে অপেক্ষায় আছি।’