টি-টোয়েন্টি বিশ্বকাপ

কোনো দোষ ছাড়াই হায়দরাবাদ থেকে বাদ পড়েছিলাম: ওয়ার্নার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:42 মঙ্গলবার, 16 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ থেকে বাদ পড়ার কারণ হিসেবে ডেভিড ওয়ার্নারের অফফর্মকেই দায়ী করছিলেন অনেকে। সেই সময় ওয়ার্নার মুখে কুলুপ এঁটে রাখলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ডেভিড ওয়ার্নার জানালেন, কোনো দোষ ছাড়াই বাদ পড়েছিলেন তিনি।

বিগত কয়েক বছরে হায়দরাবাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম পারফরমার ছিলেন ওয়ার্নার। তবে এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হঠাৎ ছন্দ হারান তিনি। অফ ফর্মের কারণে আইপিএলের প্রথম পর্বে হায়দরাবাদের অধিনায়কত্ব হারানোর পর সেখানকার একাদশ থেকেও বাদ পড়েন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

পরবর্তীতে জানা যায়, সামনের আইপিএল থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেখাই যাবে না ওয়ার্নারকে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন অজি এই ওপেনার। এরপরই নতুন করে খোঁজা হচ্ছে হায়দরাবাদ থেকে তাঁর এমন বিদায়ের কারণ। যদিও নিজে কোনো কারণ খুঁজে পাননি ওয়ার্নার।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার এই ওপেনার বলেন, ‘কোনো দোষ না থাকা সত্ত্বেও আমি এমন একটা দল থেকে হুট করে বাদ পড়ে গেলাম, যে দলকে আমি বছরের পর বছর ভালোবেসেছি। আমার অধিনায়কত্বও কোনো কারণ ছাড়াই কেড়ে নেওয়া হয়েছিল। এ ঘটনাগুলোয় আমি খুবই কষ্ট পেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমার কোনো অভিযোগ নেই। ভারতের ভক্ত–সমর্থকেরা সব সময় আমার পাশে ছিল ও আমাকে ভালোবেসেছে এবং আমি তাঁদের আনন্দ দেওয়ার জন্যই খেলি। আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্যই খেলি।’

এবারের আইপিএলের প্রথম পর্বে দুটি হাফসেঞ্চুরি ও দুটি ত্রিশ পেরোনো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় পর্বে দুই ম্যাচে খারাপ করেই আশ্চর্যজনকভাবে একাদশ থেকে বাদ পড়েন তিনি। হায়দরাবাদ থেকে এমন বিদায়ের পর জাতীয় দলে জ্বলে ওঠেন ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৮৯ রান করেন তিনি। ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ৩৮ বলে ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। হায়দরবাদ থেকে দোষ ছাড়া বাদ পড়ায় কষ্ট পেয়েছিলেন ওয়ার্নার। একাদশ থেকে বাদ পড়লেও পরিশ্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। যার ফল পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এমন সাফল্য পাওয়ায় খুশি বাঁহাতি এই ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম সামনে আরেকটা সুযোগ আছে। খেলার চেয়ে ভালো ভারসাম্য কেউ টানতে জানে না। যদি আপনি খেলার প্রতি নিবেদিত থাকেন এবং কঠোর পরিশ্রম করেন, আপনি অবশ্যই দ্বিতীয় সুযোগ পাবেন। আমি শুধু সর্বোচ্চ পরিশ্রমটা করতে চেয়েছি এবং নিজের কাজটা ঠিকঠাক মতো করতে চেয়েছি। আমি খুবই খুশি যে এভাবে কাজ করে আমি সাফল্য পেয়েছি ‘