ভারত - নিউজিল্যান্ড সিরিজ

ভারত সফরে চ্যালেঞ্জ দেখছেন স্টেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:52 মঙ্গলবার, 16 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ভারতের মাটিতে অবস্থান করছে নিউজিল্যান্ড। আগামী ১৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। উপমহাদেশের স্পিন বান্ধব উইকেটে কিউইদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ এমনটাই ধারণা গ্যারি স্টেডের।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পুরো আসরজুড়েই দুর্দান্ত খেলা কিউইরা এবার ভারত বধের মিশনে নামছে। ভারতের বিপক্ষে সিরিজে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন নিউজিল্যান্ডের স্কোয়াডে। তাদের নিয়ে বেশ আশাবাদী কিউই প্রধান কোচ।

স্টেড বলেন, ‘আমরা জানি, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের স্কোয়াডে কিছু নতুন মুখ আছে, যারা ভালো খেলছে এবং তারা দলে বাড়তি শক্তি যোগাবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে ব্যর্থ হয়েছে ভারত। কিন্তু তাদের শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই স্টেডের। তিনি জানেন, ঘরের মাঠে কতটা শক্তিশালী দল ভারত। কিউই প্রধান কোচের মতে, ভারতের বড় শক্তির জায়গা স্পিন বোলিং ইউনিট।

এ প্রসঙ্গে স্টেড বলেন, ‘তারা এখনও অনেক শক্তিশালী দল। আপনি যখন ভারতে সফরে যাবেন, ঐতিহ্যগতভাবে স্পিন-বান্ধব উইকেটের কথাই ভাববেন।’

তিনিআরও বলেন, ‘আমি তাদের লাইনআপে জাদেজা, অশ্বিন এবং অক্ষরকে দেখছি। তারা সত্যিই দারুণ পারফর্ম করছে এবং গত তিন-চার বছর ধরে ভালো ক্রিকেট খেলছে।’