বাংলাদেশ ক্রিকেট

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 মঙ্গলবার, 16 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত নতুন চক্রে মাত্র একটি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। যেখানে ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে টাইগাররা। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন চক্রে ৮ বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। নতুন চক্রে ৬টি টুর্নামের্ট আয়োজন করার জন্য বিড করেছিল বাংলাদেশ। যেখানে দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চেয়েছিল বিসিবি।

এককভাবে ২০২৫ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশাবাদী ছিল বাংলাদেশ। তবে এককভাবে কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মেলেনি তাঁদের। নতুন চক্রে বাংলাদেশের প্রাপ্তি ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন। 

এদিকে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ মিলেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। ছয়টি টুর্নামেন্ট আয়োজন করতে চাইলেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সত্ত্ব পেয়েছে পাকিস্তান। ১৯৯৬ সালের পর এই প্রথম বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ পেলো তারা।  ২০২৬ সালে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। এবারই প্রথম আইসিসির টুর্নামেন্ট আয়োজন কবে নামিবিয়া। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।  ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক ভারত। ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে।

২০২৪-৩১ চক্রে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক দেশ:

সাল টুর্নামেন্ট  আয়োজক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কা
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া
২০২৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত
২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড
২০৩১ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ, ভারত