আইপিএল

ওয়ার্নারের নতুন গন্তব্য বেঙ্গালুরু, অনুমান হগের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:37 মঙ্গলবার, 16 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই নিলামের আগে আনুষ্ঠানিকভাবে ডেভিড ওয়ার্নারকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। ব্র্যাড হগের বিশ্বাস এই অজি ওপেনারের নতুন গন্তব্য হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সর্বশেষ আইপিএলে হঠাৎ ছন্দ পতন ঘটে ওয়ার্নারের। অফফর্মের কারণে আইপিএলের প্রথম পর্বে হায়দরাবাদের অধিনায়কত্ব হারানোর পর সেখানকার একাদশ থেকেও বাদ পড়েন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

অন্যদিকে বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর নতুন কারো নাম ঘোষণা করেনি বেঙ্গালুরু। তাই ওয়ার্নারকে দলে নিলে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা বাড়তি পাওনা হতে পারে ফ্র্যাঞ্চাইজিটির জন্য।

হগ বলেন, ‘ওয়ার্নার যদি বেঙ্গালুরুর হয়ে তাঁর ক্যারিয়ার শেষ করে তাহলে আমি অবাক হবো না। কারণ বেঙ্গালুরুর উইকেট তার জন্য উপযোগী এবং দলটির একজন নেতা দরকার। বেঙ্গালুরু তাকে দলে নিতে পারে।’

এবারের আইপিএলের প্রথম পর্বে দুটি হাফসেঞ্চুরি ও দুটি ত্রিশ পেরোনো ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। এরপর আরব আমিরাত পর্বে আর স্বরুপে ফিরতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে ঠিকই জ্বলে ওঠেন ওয়ার্নার। সাত ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৮৯ রান করেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন অজি এই ওপেনার।