বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

এখনও অনেক কিছু করে ফেলিনি: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 সোমবার, 15 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। টাইগারদের এই ব্যর্থ মিশনে খানিকটা ব্যতিক্রম ছিলেন তাসকিন আহমেদ। গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেন্থ, কার্যকরী ইয়র্কার বা বাউন্সার সবকিছুতেই উন্নতিরর ছাপ মিলেছে তাঁর বোলিংয়ে। তবে তাতেই সন্তুষ্ট থাকতে রাজি নন এই গতি তারকা। তাসকিন জানান, তিনি এখনও শিখছেন এবং আরও উন্নতি করতে চান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে সবগুলো ম্যাচেই একাদশে ছিলেন তাসকিন। এই পর্বে তিন ম্যাচ খেলে তিনি শিকার করেছিলেন তিন উইকেট। তবে শুরুর দিকে বেশ কার্যকরী ছিলেণ ডানহাতি এই পেসার।

এরপর সুপার টুয়েলভ পর্বে তিন ম্যাচে একাদশে খেলার সুযোগ পান তাসকিন। এই পর্বে বল হাতে আরও বেশি কার্যকরী ছিলেন তিনি। তিন ম্যাচে নামের পাশে তিন উইকেট থাকলেও ঢাকা এক্সপ্রেসের ইকনোমি রেট ছিল চোখে পড়ার মতো। আসরে ৬ ম্যাচ মিলিয়ে তাঁর ইকোনোমি ছিল ৬.৫০।

নিজের বোলিং ক্যারিয়ার প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এখনই অনেক কিছু শিখে ফেলিনি বা অনেক কিছু করে ফেলিনি। আগের চেয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে গতি ও লেন্থ ধারাবাহিক হয়েছে। তবে আমি এখনও শিখছি।’

ডানহাতি এই পেসার আরও বলেন, ‘দেশি ও বিদেশি কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। ভবিষ্যতে একজন বিশ্বমানের বোলার হওয়া, বড় মানের বোলার হওয়া আমার স্বপ্ন। এজন্য প্রক্রিয়া ঠিক রাখছি। ভালো খারাপ হবেই, কিন্তু প্রক্রিয়া ঠিক রাখতে চাই।’

গত কয়েক বছর ধরেই নিজের ফিটনেস আর স্কিল নিয়ে আলাদাভাবে কাজ করছেন তাসকিন। যার ফলে আগের তুলনায় গতি বেড়েছে। পাশপাশি লাইন-লেন্থেও ধারাবাহিক হয়েছেন। দ্রুতই এমন ‍উন্নতি হয়নি বলে জানান তিনি।

তাসকিন বলেন, ‘সত্যি বলতে বোলিংয়ে উন্নতির জন্য গত ২-৩ বছর ধরেই প্রক্রিয়া চলছে। এটা দুই-আড়াই মাসে হয়নি। এটার জন্য গত ২-৩ বছর ধরে কষ্ট করছি। আগের চেয়ে উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ।’