টি- টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে ভারত-পাকিস্তান না খেলায় আক্ষেপ শোয়েবের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 সোমবার, 15 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। যদিও আয়োজক দেশ ছিল ভারত। উপমহাদেশের দেশগুলোর জন্য এই আরব আমিরাতের কন্ডিশন হাতের তালুর মতোই চেনা-জানা। বিশেষ করে ভারত-পাকিস্তানের জন্য। অথচ এই আসরের ফাইনালে ঠাঁই হলো না এদের কারোরই। এ নিয়ে আক্ষেপ শোনা গেছে শোয়েব আখতারের কন্ঠে। আর এই দুই দল ফাইনালে খেললে সেটা হতো আরও উপভোগ্য এমনটাই ধারণা পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের।

গত রবিবার (১৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এই ম্যাচে ক্যামেরার লেন্স গ্যালারিতে খুঁজে পেয়েছিল শোয়েবকে। একজন ক্রিকেট ভক্ত হিসেবেই ফাইনালে আবুধাবীর শেখ আবু জায়েদ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি।

এদিন তাসমান পাড়ের দুই দেশের শিরোপা জয়ের লড়াই খালি চোখে দেখে মন ভরেনি পাকিস্তানের সাবেক এই পেসার। ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে কিছুটা হলেও রোমাঞ্চ কমেছে ফাইনালের এমনটাই উপলব্ধি তাঁর।

ফাইনালে ভারত-পাকিস্তান না থাকায় অনেকটা অক্ষেপের সুরে শোয়েব বলেন, ‘পরিবেশটা খুবই আনন্দদায়ক ছিল। তবে এটা আরও অনেক বেশি উপভোগ্য হতে পারতো, যদি ম্যাচটা হতো ভারত ও পাকিস্তানের মধ্যে।’

পাকিস্তানের সাবেক এই গতি তারকা আরও বলেন, ‘এই ফাইনাল ম্যাচের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হতে পারতো। দূর্ভাগ্যবশত এটা হয়নি। কারণ দুই দলই আগে বাদ পড়ে গেছে।’

শোয়েব ছাড়াও ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। যে তালিকায় শহিদ আফ্রিদি, সৌরভ গাঙ্গুলীর মতো সাবেক তারকারাও ছিলেন। যাদের সঙ্গে দেখা হয়ে উচ্ছ্বসিত শোয়েব।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আমি খেলা দেখছিলাম, মাঠেই ছিলাম। অনেক ক্রিকেটারের সঙ্গে দেখা হয়েছে। ভারতের অনেক ক্রিকেটার ছিল। আমাদের অনেক কথা হয়েছে। আফ্রিদিও মাঠে ছিল। সবার সঙ্গে দেখা করে অনেক ভালো লেগেছে।