টি- টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে দলের পারফরম্যান্সে গর্বিত উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:13 সোমবার, 15 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড যেভাবে খেলেছে, তা নিয়ে গর্বিত কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল হারকে খুবই স্বাভাবিকভাবে নিতে চান।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে এবারের আসরের ফাইনাল- তিন জায়গাতেই খেলেছে উইলিয়ামসন ও তাঁর দল।

এই তিন আসরের ফাইনালে স্বপ্নভঙ্গই হয়েছে বেশি। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারানো ছাড়া রঙিন পোশাকের বাকি দুই ম্যাচের দুটিতেই হেরেছে কিউইরা।

অধিনায়ক উইলিয়ামসন অবশ্য পুরো ব্যাপারটিকে দেখছেন ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতেই। তাঁর দল অসাধারণ নিবেদন ও নৈপুণ্য দেখিয়ে এবারের আসরের ফাইনালে এসেছে- এতেই মানসিক প্রশান্তি খুঁজে নিতে চান তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমকে উইলিয়ামসন বলেন, ‘আমাদের কাজই খেলা। খেলতে গেলে হার বা জিত থাকবেই। হারের মতো ধরনের ব্যাপার যে কোনো দিনই ঘটতে পারে। পুরো টুর্নামেন্টে আমরা যেমন ক্রিকেট খেলতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। ফাইনালে যে কোনো কিছুই হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা গ্রুপ পর্ব থেকেই দেখেছি, এই প্রতিযোগিতা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এমন অনেক দলই রয়েছে যাদের এই শিরোপা জেতার সামর্থ্য আছে। আমাদের দল শিরোপা জিততে যেভাবে চেষ্টা করেছে তাতে আমি গর্বিত।’

আসরে পাকিস্তানের কাছে হেরে যাত্রা শুরু করে নিউজিল্যান্ড। এরপর ভারত, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে কিউইরা। সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দেয় তারা।

উইলিয়ামসন আরও বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতায় জিততে আমরা এখনও একটি দল তৈরি ও সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা ফল চাই, যেমনটা চায় অন্য অনেক দলও। চূড়ান্ত লড়াইয়ের দিনে যে কোনো কিছুই হতে পারে।’