ভারতীয় ক্রিকেট

এনসিএ'র প্রধান কোচ লক্ষ্মণ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 রবিবার, 14 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রবিবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কয়েকদিন আগেই ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়। তাই শূন্য হয়ে পড়েছিল এনসিএ'র প্রধান কোচের পদ। এবার দ্রাবিড়ের ফেলে আসা ঠিকানায় দায়িত্ব নিলেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ লক্ষ্মণ।

সাদা পোশাকের ক্রিকেটে ভারতের হয়ে বেশ লম্বা সময় খেলেছেন দ্রাবিড় ও লক্ষ্মণ। তাই দুজনের মধ্যে বন্ধনটা বেশ পুরোনো। খেলার মাঠের সেই বোঝাপড়াটা এবার খেলার বাইরেও থাকলে তাদের দুজনের হাত ধরে ভারতের ক্রিকেট চলে যাবে অনেক দূর।

দ্রাবিড় যেমন জাতীয় দল সামলাবেন লক্ষ্মণও তেমনি তরুণ ক্রিকেটারদের কৌশলী করে তুলবেন, এমনটাই প্রত্যাশা বিসিসিআইয়ের।

বিসিসিআই এক কর্মকর্তা জানান, 'এই দুই জন একসঙ্গে কাজ করলে ভারতীয় ক্রিকেট অনেকদূর যাবে। পরবর্তী প্রজন্মের তারকা তৈরি করতে প্রাক্তন ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।'