এশিয়া কাপ

২০২২ সালের এশিয়া কাপ শ্রীলঙ্কায়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:42 রবিবার, 14 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২২ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। আগামী বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ এই আসর।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাইয়ের সভায় এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কাকে। এই আসর আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাত চেষ্টা চালালেও শ্রীলঙ্কাকেই বেছে নিয়ে সংশ্লিষ্টরা।

শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হলেও সমস্যা দেখা দিয়েছিল টুর্নামেন্টটির সূচি নিয়ে। প্রাথমিকভাবে জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। সেই সময় লঙ্কান দ্বীপে বেশি বৃষ্টি হওয়ায় সূচিতে পরিবর্তন আনছে এসিসি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্টরা। 

২০২৩ সালে ভারতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আইসিসির বৈশ্বিক আসরটির আগে পাকিস্তানে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সর্বসম্মতিক্রমেই এশিয়া কাপ আয়োজনের বিষয়ে পাকিস্তানকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

২০২৩ সালে পাকিস্তান নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে অটল রয়েছে বলে জানিয়েছেন জয়শাহ। পাকিস্তান ব্যতিত অন্য কোনো ভেন্যুতে আসরটি আয়োজিত হোক তেমনটি চায় না দেশটি।