টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছে, সেভাবেই ফাইনাল খেলতে চায় অজিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 রবিবার, 14 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সুপার টুয়েলভে বাংলাদেশকে রীতিমত উড়িয়ে সেমিফাইনালের পথ পরিষ্কার করেছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে মূলত রান রেট বাড়ানোর লক্ষেই মাঠে নেমেছিল তারা, খেলেছিল ভয়ডরহীন ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও একইভাবে খেলতে চান জাস্টিন ল্যাঙ্গার।

বাংলাদেশকে প্রথমে ৭৩ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর মাত্র ৬.২ ওভারে তা পেরিয়ে যায় অজিরা। আট উইকেটে পাওয়া জয় দিয়ে নেট রান রেট অনেক বাড়িয়ে নেয় তারা।

পরবর্তীতে তা কাজেও দেয় অনেক। কেননা সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডও সমান চার ম্যাচ জিতে। আর নেট রান রেটের সমীকরণে পার পেয়ে যায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

ফাইনালেও সেই ভয়ডরহীন ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার কোচ বলেন, 'আমি বলতে চাচ্ছি, এটাকেই ভয়ডরহীন ক্রিকেট বলা হয়। আর আমরা যদি এই টুর্নামেন্ট জিততে চাই, তাহলে বাংলাদেশের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে আমাদের।'

তিনি আরও বলেন, 'তাই আগে বা পরে ব্যাটিং যেটাই করি, ভয়ডরহীন বা আক্রমণাত্মক ব্যাটিংটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দলের সবাই খুব ভালোভাবে প্রস্তুত। তাদের মধ্যে সত্যিকারের আত্মবিশ্বাস রয়েছে এবং এখন দলের আবহটা দারুণ।'

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবারের (১৪ নভেম্বর) ফাইনালে নিজেদের প্রথম শিরোপা জেতার জন্য লড়বে তাসমান সাগর পাঁড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।