বাংলাদেশ ক্রিকেট

রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:31 শনিবার, 13 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বাংলাদেশ জাতীয় দলে ফিল্ডিং কোচের ভূমিকায় আর থাকছেন না প্রোটিয়া এই কোচ। আসন্ন পাকিস্তান সিরিজে নতুন কোনো দেশি ফিল্ডিং কোচের সন্ধানে নেমেছে বিসিবি।

১৩ নভেম্বর (শনিবার) গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে কুককে এই সিরিজেও রাখতে আগ্রহী নয় বিসিবি।

আকরাম বলেন, 'আমাদের যে ফিল্ডিং কোচ তাকে আমরা পাচ্ছি না। তার জায়গায় দেশি কোনো কোচ দিচ্ছি আমরা। এটা নিয়ে ১৬ তারিখ আমরা চূড়ান্তভাবে জানিয়ে দেব। ফিল্ডিং কোচের মেয়াদ শেষ পর্যায়ে আছে, সে এখন আসছে না। তার চুক্তি সম্ভবত নবায়ন হবে না। মানে তাকে আমরা চুক্তি নবায়ন করাচ্ছি না, এজন্য আমরা তাকে এই সিরিজে রাখছি না।'

দেশি কোনো অভিজ্ঞ কোচের মাধ্যমে পাকিস্তান সিরিজ শেষ করলেও মাসখানেকের মধ্যেই বিদেশি কোনো ফিল্ডিং কোচ আনার পরিকল্পনা করেছে বিসিবি।

আকরাম আরও বলেন, 'এখানে বেশ কিছু কোচের নাম আছে। দেশি.. যারা অভিজ্ঞ। এর সাথে উচ্চ পর্যায়ের কারো নাম আমরা দেখছি। আশা করছি, মাসখানেকের মধ্যে আমরা পেয়ে যাব।'

২০১৮ সালের জুলাইতে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিযুক্ত হন কুক। বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে বড় রকমের কোনো পরিবর্তন আনতে দেখা যায়নি তাঁকে।

ব্যর্থতার চাদরেই ঢাকা ছিল বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কুকের অধ্যায়। যার চূড়ান্ত প্রতিফলন দেখা গেছে বাংলাদেশ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পারফরম্যান্সে।

কোচ হিসেবে আন্তর্জাতিক আঙিনায় কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না কুকের। বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে কেপটাউনে গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পারফরম্যান্স ডিরেক্টর ছিলেন তিনি।

কারস্টেনের একাডেমি ছাড়াও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন কুক। সহকারী কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশ ক্রিকেটে তাঁর নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট মহলে বেশ সমালোচনাও শোনা গেছে।