বাংলাদেশ নারী ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:28 শনিবার, 13 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আর তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশের মেয়েরা।

১২২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পোঁছে যায় বাংলাদেশ নারী দল। শুরুতেই দলীয় দশ রানে ওপেনার শারমিন আক্তারকে হারায় বাংলদেশ।

এরপর আরেক ওপেনার মুর্শিদা খাতুন তিন নম্বরে ব্যাটিং করতে আসা ফারজানা হককে সঙ্গে নিয়ে বাকি কাজটা সাড়েন। দুজনেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত মুর্শিদা ৫১* এবং ফারজানা ৫৩* রান করলে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ নারী দল। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন এস্তার এমবোফানা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোচট খায় জিম্বাবুয়ে নারী দল। ইনিংসের প্রথম বলেই জাহানারার বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন শার্নে মায়ার্স।

এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে আশলে এনডিরিয়াকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান সালমা খাতুন। আর তাতে দলীয় ২ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ের মেয়েরা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা।

কেবল এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন মোডস্টের মুপাচিকওয়া। কিন্তু ইনিংসের ১৭তম ওভরে ৩৩ রান করে এই ওপেনার ফিরলে দল আর ঘুরে দাড়াতে পারেনি। শেষ দিকে নায়াশা গানজুয়া দলীয় সর্বোচ্চ ৩৫* রান করলে ১২১ রানে অলআউট হয় দল।

বাংলাদেশ নারী দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদা আক্তার। ৩০ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। পাশাপাশি জাহানারা ও সালমা সমান দুটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে নারী দল: ১২১/১০ (গানজুয়া ৩৫, মুপাচিকওয়া ৩৩; নাহিদা ৩/৩০)

বাংলাদেশ নারী দল: ১২৫/১ (ফারজানা ৫৩*, মুর্শিদা ৫১*; এমবোফানা ১/৩০)