ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যুক্ত হলেন চন্দরপল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:23 শনিবার, 13 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড়ি জীবনে উইকেটে মাটি কামড়ে দুর্দান্ত সব ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে অসংখ্য ম্যাচ পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন শিবনারায়ন চন্দরপল। এবার সেই চন্দরপলের হাতে গুরুদায়িত্ব সপে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দেশটির যুবা দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন কিংবদন্তি এই ব্যাটার।

২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বড় মঞ্চকে সামনে রেখে ১৫ থেকে ২৮ নভেম্বর হাই-পারফরম্যান্স ক্যাম্প করছে ক্যারিবিয়ান যুবারা। আর সেখানেই তাদের টেকনিক পরিপক্ব করার দায়িত্বে থাকবেন চন্দরপল।

এই ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেন, 'শিবের ক্রিকেটীয় জ্ঞান অসাধারণ। কোচিং স্টাফে সে যোগ দেয়াতে দারুণ হয়েছে। স্যার কার্টলি অ্যামব্রোসও আমাদের সঙ্গে আছেন। সব কোচই বেশ দারুণ।'

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন চন্দরপল। ১৬৪টি ম্যাচ খেলে ৩০টি সেঞ্চুরি ও ৬৬টি হাফ সেঞ্চুরিসহ ৫১'র বেশি গড়ে ১১ হাজার ৮৬৭ রান করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬৮টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টিও খেলা হয়েছে তাঁর। ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৫৯টি হাফ সেঞ্চুরিসহ ৪১'র বেশি গড়ে আট হাজার ৭৭৮ রান করেছেন তিনি।

ক্যারিবিয়ানদের এই হাই পারফরম্যান্সের ক্যাম্পে মোট ২৮ জন যুবা ক্রিকেটারকে রাখা হয়েছে। এদের বোলিং কোচ হিসেবে থাকবেন কার্টলি অ্যামব্রোস। এ ছাড়া হেড কোচ হিসেবে আছেন ফ্লয়েড রেইফার।