টি- টোয়েন্টি বিশ্বকাপ

স্বপ্ন সত্যি হচ্ছে সেইফার্টের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:48 শনিবার, 13 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে মুখিয়ে আছেন টিম সেইফার্ট। নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে ইনজুরিতে পড়ায় নিশ্চিতভাবে ফাইনাল ম্যাচে খেলবেন সেইফার্ট।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হন ডেভন কনওয়ে। গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ার কারণে হতাশায় নিজের ব্যাটে নিজেই আঘাত করেছিলেন তিনি। এটাই কাল হলো এই উইকেটরক্ষক ব্যাটারের। হাত ভেঙে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না তাঁর।

৩০ বছর বয়সী কনওয়ের ইনজুরিতে অবশ্য কপাল খুলেছে টিম সেইফার্টের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল এক ম্যাচ খেলেছেন সেইফার্ট। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলার পর আবার ফাইনাল খেলবেন তিনি। যার কারণে বাড়তি রোমাঞ্চ কাজ করছে তাঁর মনে।

সেইফার্ট বলেন, 'ডেভনের বিষয়টি খুবই হতাশাজনক। সে আমাদের শক্তি বাড়িয়েছিল। দিন শেষে এটাই খেলা। খেলার মাঝে এমনটা হয়। আমি মাঠে নামতে প্রস্তুত। একাদশে থাকার কথা মনে করে রোমাঞ্চ কাজ করছে। এটা বিশ্বকাপের ফাইনাল, মনে হচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে।'

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সেই ম্যাচ শেষে এক্স রে করান কনওয়ে। রিপোর্টে দেখা যায়, ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে তাঁর। যার কারণে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে তাঁকে।

ফাইনালের পরই ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। সেখানেও খেলা হচ্ছে না ৩০ বছর বয়সী কনওয়ের। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।