বাংলাদেশে-পাকিস্তান সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:28 শনিবার, 13 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান। তাতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসলো পাকিস্তান।

শনিবার সকাল ৮ টা ১০ মিনিটে ঢাকার হযরত  শাহজালাল আন্তর্জাতিক  বিমান বন্দরে পা রাখে বাবর আজমের দল। যদিও দলের সঙ্গে আসেননি অধিনায়ক বাবর ও শোয়েব মালিক।

আগেভাগেই ঢাকায় পা রাখা পাকিস্তানি ক্রিকেটাররা ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টাইন থাকবেন। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর  শুরু হবে সিরিজের প্রথম। ৪ ডিসেম্বর মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।