টি- টোয়েন্টি বিশ্বকাপ

২০২২ বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বিশ্বাস আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 শুক্রবার, 12 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ফাইনালে খেলা হলো না বাবর আজমের দলের। খুব কাছাকাছি গিয়েও ট্রফি জয়ের স্বপ্ন ধূলোয় মিশলেও বাবরদের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ শহিদ আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডারের বিশ্বাস, আগামী বছর বিশ্বকাপ জিতবে পাকিস্তান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে মুগ্ধতা ছড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু করেছিল পাকিস্তান। বোলারদের দাপুটে বোলিংয়ের পর বাবর-রিজওয়ানের ব্যাটের ওপর ভর করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল তারা।

এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়াকে ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। কিন্তু সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাবরের দল।

আফ্রিদি টুইটারে লেখেন, ‘দারুণ খেলেছে ছেলেরা, আমাদের গর্বিত করেছে। টুর্নামেন্ট জুড়ে তাদের দারুণ প্রচেষ্টা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো খেলেছে। আমার মনে হয়, এই দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আমাদের সবার উচিত এই দলের পাশে থাকা।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাও প্রশংসা করেছেন পাকিস্তানের পারফরম্যান্সের। যদিও তিনি সেমিফাইনালের আগে বলেছিলেন, নিজেদের মতো খেলতে পারলে এই দলকে হারানো প্রায় অসম্ভব। তবে অজিরা সেটাকে সম্ভব করেছে।

রমিজ লেখেন, ‘তোমরা সত্যিকার অর্থেই দেশকে একতাবদ্ধ করেছো এবং গোটা জাতিকে উজ্জ্বীবিত করেছো। তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং যেভাবে তোমরা লড়েছো, তাতে আমরা গর্বিত।’