নিউজিল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজ

মার্চে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:40 শুক্রবার, 12 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফাইনালের কয়েক মাস পরই টি-টোয়েন্টিতে আবারও দেখা যাবে দুই দলের লড়াই। আগামী বছরের মার্চে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

নিউজিল্যান্ডের মাটিতে ২০২২ সালের মার্চে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই মূলত এই দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল।

ইতোমধ্যেই সিরিজের সময় সূচিও নির্ধারিত হয়ে গেছে। আগামী ১৭, ১৮ ও ২০ মার্চ ওয়েলিংটন এবং নেপিয়ারে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। একই সময়ে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরেও যাওয়ার কথা আছে। তাই এই সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া।

এদিকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলই সেমিফাইনালে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছে ফাইনালে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ইংলিশরা অধিকাংশ সময় ধরে ম্যাচে এগিয়ে থাকলেও, ম্যাচের শেষ দিকে জিমি নিশামের ক্যামিওতে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

আরেক সেমিফাইনাল ছিল আরও বেশি উত্তেজনাপূর্ণ। ক্ষণে ক্ষণে রং বদলানো সেই ম্যাচে সুপার টুয়েলভের অপরাজিত দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

আগামী রবিবার (১৪ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই ফাইনালিস্টের কেউই এখনো টি-টোয়েন্টিতে বিশ্বকাপ শিরোপার স্বাদ পায়নি। তাই নতুন এই সংস্করণে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।