ভারত - নিউজিল্যান্ড সিরিজ

টেস্টে রোহিত-বুমরাহদের বিশ্রাম দিচ্ছে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:31 বৃহস্পতিবার, 11 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জন্য অনেকেই টানা জৈব সুরক্ষা বলয়ের থাকার ধকলকে দায়ী করেছেন। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

টি-টোয়েন্টির পর টেস্টেও বিশ্রাম পাচ্ছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। তাঁদের দুজনের সঙ্গে বিশ্রাম দেয়া হচ্ছে রোহিত শর্মা ও ঋষভ পান্তকে। স্কোয়াড ঘোষণা না করলেও এমনটাই দাবি করছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

গত কয়েক মাসে টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বিরাট কোহলিরা। লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে হাঁপিয়ে উঠেছেন ভারতের ক্রিকেটাররা। 

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর জৈব সুরক্ষা বলয়ে থেকে পারফর্ম করা কঠিন বলে জানিয়েছিলেন বুমরাহ। ইংল্যান্ড সফরে মানসিক চাপের কথা বলেছিলেন রোহিত। ক্রিকেটারদের সতেজ রাখতে বুমরাহ-রোহিতদের বিশ্রাম দিচ্ছে বিসিসিআই।

এদিকে সিরিজের প্রথম টেস্টে বিশ্রামে থাকবেন কোহলি। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক রোহিতও টেস্ট থেকে বিশ্রাম থাকলে অধিনায়ক হিসেবে দেখা যাবে আজিঙ্কা রাহানে। যার অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।

টেস্টের মতো টি-টোয়েন্টিতেও ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারত। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে নেই কোহলি, বুমরাহ শামি ও রবীন্দ্র জাদেজা। এদিকে কিউইদের বিপক্ষে দলে ডাক পেয়েছেন আইপিএল মাতানো রুতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কেটেশ আইয়ার, আভেষ খান ও হার্শাল প্যাটেল।