ভারতীয় ক্রিকেট

ভারতের ড্রেসিং রুম মুম্বাই-দিল্লিতে বিভক্ত!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 বৃহস্পতিবার, 11 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শিরোপা জিততে না পারলেও পরিসংখ্যানের বিচারে অধিনায়ক হিসেবে সফল ছিলেন বিরাট কোহলি। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নেতৃত্ব ছেড়েছেন তিনি। কোহলি সরে যাওয়ায় মুশতাক আহমেদ মনে করেন, ভারতের ড্রেসিং রুমে সবকিছু ঠিকঠাক চলছে না। ড্রেসিং রুম দুটি দলে বিভক্ত বলেও মন্তব্য করছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার।

রঙিন পোশাকে শিরোপা জিততে না পারায় প্রায় বছর দুয়েক আগে থেকেই অধিনায়ক পরিবর্তন নিয়ে গুঞ্জন চলেছিল। যেখানে কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে চেয়েছিলেন অনেক। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বরাবরই এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরুর আগে অবশ্য নিজে থেকেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। সব ফরম্যাটে অধিনায়ক হওয়ার কারণে বাড়তি চাপ নিতে হয় সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। সেই চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন তিনি।

ভারতের হয়ে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন কোহলি। যেখানে তাঁর অধীনে ৩০ জয়ের বিপরীতে ১৬টি ম্যাচে হেরেছে ভারত। ঝুলিতে এমন পরিসংখ্যান থাকার পরও নেতৃত্ব ছাড়ায় অনেকেই খানিকটা অবাক হয়েছেন।  

কোহলির এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন মুশতাকও। ডানহাতি এই ব্যাটারের নেতৃত্ব ছাড়ায় ড্রেসিং রুমে অস্থিরতার আভাস পাচ্ছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক। তিনি মনে করেন, ভারতের ড্রেসিং রুমে দুটি দল রয়েছে, একটি মুম্বাই অন্যটি দিল্লি। 

এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘যখন সফল একজন অধিনায়ক বলে, সে দলের নেতৃত্ব ছেড়ে দেবে এটার মানে হচ্ছে ড্রেসিং রুমের অবস্থা ভালো না। এই মুহূর্তে ভারতের ড্রেসিং রুমে আমি দুইটা দল দেখছি, একটা মুম্বাই আর অন্যটি দিল্লি।’