টি- টোয়েন্টি বিশ্বকাপ

অলিম্পিকে টি-টেন সংযুক্ত করার পরামর্শ ডু প্লেসির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:04 বৃহস্পতিবার, 11 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে ইতোমধ্যে একটি প্যানেল গঠন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লস অ্যাঞ্জেলসে আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ফেরাতে কাজ করে যাবে প্যানেলটি। অলিম্পিকে ক্রিকেট ফিরলে সেটা কোন সংস্করণে হবে সেটা এখনও ঠিক করেনি আইসিসি। অলিম্পিকে টে-টেন সংযুক্ত করার পরামর্শ দিলেন ফাফ ডু প্লেসি।

ক্রিকইনফোর সূত্রে জানা গিয়েছিল, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই ক্রিকেট যুক্ত করার চেষ্টা করছে আইসিসি। তবে কেউ কেউ মনে করছেন লস অ্যাঞ্জেলেসে সম্ভব না হলেও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ক্রিকেট সংযুক্ত করা সম্ভব হবে।

ডু প্লেসি বলেন, ‘টি-টেন লিগ ভবিষ্যতে আরও উন্নতি করবে। এই সংস্করণটি অলিম্পিকে ব্যবহার করা যেতে পারে। টি-টেন সংক্ষিপ্ত সময়ের খেলা হওয়ায় সমর্থকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তিন সংস্করণে ক্রিকেট খেলেছি এবং আমি এখনও টি-টেনের প্রতি আকৃষ্ট। আমি মনে করি, আমার মতো অনেক খেলোয়াড়েরা এই টুর্নামেন্টের প্রতি আগ্রহী।’

অলিম্পিকে টি-টেন সংস্করণ যুক্ত করার দাবি অবশ্য নতুন কিছু নয়। ডু প্লেসির আগে ২০২০ সালের অলিম্পিকে টি-টেন সংস্করণ যুক্ত করার দাবি জানিয়েছিলেন ইয়ন মরগান।

ইংল্যান্ড অধিনায়ক বলেছিলেন, ‘ক্রিকেটের অন্য তিন সংস্করণের চেয়েও টি-টেন সংস্করণ অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো ক্রীড়া আসরের জন্য খুবই আকর্ষণীয় হতে পারে। এর মূল কারণ টি-টেন ক্রিকেটের পুরো আয়োজনটি আপনি ১০ দিনের মধ্যে সেরে ফেলতে পারেন।’