বিসিএল

ফরম্যাট বদলে ডিসেম্বর মাসে শুরু হচ্ছে বিসিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:55 বৃহস্পতিবার, 11 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামি ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। এবারের বিসিএল অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে।

১১ নভেম্বর গণমাধ্যমকে এমনটা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিএলে চারটি দল থাকবে বরাবরের মতোই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

মূলত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগে ওয়ানডে ফরম্যাটের কোনও টুর্নামেন্ট খেলা নেই ঘরোয়া ক্রিকেটে। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সময়ও ঘনিয়ে এসেছে।

সময় সল্পতার কারণে প্রথম শ্রেণির বিসিএলে দুই রাউন্ড সম্পন্ন করা একেবারেই সম্ভব নয়। আর তাই সবকিছু বিবেচনা করেই ওয়ানডে ফরম্যাটে হচ্ছে এবারের বিসিএল।

সুজন বলেন, ‘বিসিএল ওয়ানডে ফরম্যাটে আয়োজনের কথা আমরা চিন্তা করছি। যেহেতু প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা নেই। দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করার মত সময়ও নেই। সামনে আবার বিপিএল আছে। সূচি ঠাসা হয়ে গেছে। তাই ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হতে পারে।’