দক্ষিণ আফ্রিকা - নেদারল্যান্ডস সিরিজ

প্রথম কোলপ্যাক ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে পারনেল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:15 বুধবার, 10 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চার ম্যাচ জিতলেও রান রেটের মারপ্যাচে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হয়নি দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ থেকে বিদায় নেয়া প্রোটিয়াদের পরবর্তী মিশন ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

দলের নিয়মিত ৬ ক্রিকেটারকে ছাড়াই নেদারল্যান্ডস সিরিজের জন্য দল দিয়েছে প্রোটিয়ারা। এদিকে প্রথম কোলপ্যাক ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন ওয়েন পারনেল। অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে ডাচদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ।

২০১৮ সালের সেপ্টেম্বর ওরচেস্টারশায়ারের সঙ্গে তিন বছরের কোলপ্যাক চুক্তিতে গিয়েছিলেন পারলেন। যে কারণে প্রায় চার বছর জাতীয় দলে ছিলেন। তিন বছরের মেয়াদ শেষ হলে আবারও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি। এবার সুযোগ পেলেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে।

ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে কাগিসো রাবাদা, বাভুমা, কুইন্টন ডি কক, অ্যাইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন,  অ্যানরিখ নরকিয়াকে বিশ্রাম দিয়েছে সিএসএ। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জুবায়ের হামজা ও রায়ান রিকেলটন। 

শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ না পেলেও দলে ফিরেছেন ড্যারেন ডুপাভিলন, কায়া ও সিসান্দা মাগালা। আগামী ২৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ।

দক্ষিণ আফ্রিকা: কেশব মহারাজ, ড্যারেন ডুপাভিলন, জুবায়ের হামজা, রেজা হেন্ড্রিকস, সিসান্দা মাগালা, জানেমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিল ফেলুকায়ো, ওয়েন পারনেল, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরিয়েন, লিজার্ড উইলিয়ামস ও কায়া জোন্ডো।