টি-টোয়েন্টি বিশ্বকাপ

অধিনায়ক হিসেবে বাবর কোহলির বিপরীত: হেইডেন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:18 বুধবার, 10 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বমঞ্চে ঠান্ডা মাথায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। অন্যদিকে অধিনায়ক হিসেবে নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ বিরাট কোহলি। ম্যাথু হেইডেনের ধারণা অধিনায়ক হিসেবে কোহলির বিপরীত স্বভাবের বাবর।

বাবরের নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে দারুণ পারফর্ম করছে পাকিস্তান। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই জয় বাবরের দলের। যেখানে দলের সেরা পারফর্মারদের একজন বাবর।

বাবরের নেতৃত্বের প্রশংসা করে হেইডেন বলেন, ‘বাবরের ব্যক্তিত্ব অসাধারণ। সে ধারাবাহিক এবং সাবলীল। মাঠে সে দলকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এবং মেজাজ ধরে রাখে।’

অধিনায়কত্বের চাপ সামলে ব্যাট হাতেও সফল পাকিস্তান অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৬৬ গড়ে তার সংগ্রহ ২৬৪ রান। এই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি আছেন সবার ওপরে।

 এবারের আসরে পাকিস্তানের বিপরীত চিত্র ভারতের।  টুর্নামেন্টের হট ফেভারিটরা বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। কোহলির ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হয় হরহামেশাই।

বাবর ও কোহলির অধিনায়কত্ব নিয়ে হেইডেন বলেন, ‘আমি মনে করি যে, সে (বাবর আজম) বিরাট কোহলির মতো একজন অধিনায়কের ঠিক বিপরীত ব্যক্তিত্বের। কোহলি খুবই আবেগপ্রবণ এবং মাঠে খুব উদ্ধত।’