টি-১০

এবার ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তাহির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:14 বুধবার, 10 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নর্দান ওয়ারিয়র্সের হয়ে এবারের টি-টেন লিগে খেলবেন ইমরান তাহির। দ্বিতীয়বারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা তাহির এবার ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। আগের আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাওয়ার প্লে বা ডেথ ওভারে ব্যাটারদের আটকে রাখতে চান এই প্রোটিয়া লেগ স্পিনার।

অভিজ্ঞ এই লেগ স্পিনার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৩৮ টি ম্যাচ। শিকার করেছেন ৬৩ উইকেট। যেখানে তার ৬.৯৬ ইকোনোমি চোখে পড়ার মতো। আর সবমিলিয়ে তিনি টি-টোয়েন্টিতে ৩৩৪ ম্যাচে শিকার করেছেন ৪২০ টি উইকেট।

টি-টেনে খেলা প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটা আমার দ্বিতীয় আসর। টি-টেনে পাওয়ার প্লে বা ডেথ ওভারে বোলিং করার জন্য আমি ভিন্ন পরিকল্পনা করে রেখেছি। তাই আমি আশা করছি, এবার গত আসরের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারব।’

তিনি আরও বলেন, ‘গত আসরে আমি টি-টোয়েন্টির মতো করে খেলেছি এবং সেবারই প্রথম আমি টি-টেন লিগে খেলেছিলাম। তাই বোলিংয়ে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল কিন্তু অতটা খারাপ করিনি।’

চলতি বছরের ১৯ নভেম্বরে শুরু হচ্ছে টি-টেন লিগের পঞ্চম আসর। জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। যেখানে ১৫ দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৫টি।