টি- টোয়েন্টি বিশ্বকাপ

কিউইদের পারফরম্যান্সে আইপিএলের অবদান দেখছেন উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 বুধবার, 10 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় আসর। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেটগুলো নিয়ে অন্যান্য ক্রিকেটারদের চাইতে ভালো ধারণা ছিল আইপিএল খেলা ক্রিকেটারদের। উইকেট সম্পর্কিত জ্ঞান আহরণ করে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন কেন উইলিয়ামসন।

এবারের আসরে নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার অফফর্মে থাকায় সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব পান উইলিয়ামসন। আইপিএলে অবশ্য তেমন কিছু না করতে পারলেও নিজ জাতীয় দলে সেই অভিজ্ঞতা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

কিউই অধিনায়কের ক্ষুরধার নেতৃত্ব ক্রিকেটে নতুন কিছু নয়। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনাল খেলিয়েছেন তিনি। দুই বছর মনোমুগ্ধকর ক্রিকেট খেলে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছেন তিনি। আইপিএলেও ২০১৮ সালে ফাইনাল খেলিয়েছেন হায়দরাবাদকে।

উইলিয়ামসনের নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনালের খুব কাছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে পাকিস্তান ছাড়া কারো কাছেই হারেনি তারা। ব্যাটার উইলিয়ামসন অবশ্য তেমন ফর্মে নেই। কিন্তু থেমে নেই তাঁর ক্ষুরধার মস্তিষ্ক। জানা গেল, কন্ডিশন বুঝতে আইপিএলেই নজর রেখেছিলেন তিনি। ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, কাইল জেমিসনরাও কন্ডিশন বোঝার চেষ্টায় ছিলেন।

উইলিয়ামসন বলেন, 'আইপিএলের মাধ্যমে সব দেশের ক্রিকেটারই এখানে এসেছে। অবশ্যই এখানে অনেক কিছুই জানা গেছে। সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে। আইপিএলের দ্বিতীয় ভাগ আমরা খুব ভালোমতো অনুধাবন করার চেষ্টা করেছিলাম।'

তিনি আরও বলেন, 'এই আসরে খেলার আগেই আমরা জানতাম, যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। পুরো আসরেই আমরা এমনটা দেখেছি। কিছু ফেভারিট দল অবশ্য ছিল যারা...(বিদায় নিয়েছে)। আমরা সেদিক থেকে ভাগ্যবান। একটা আসরে এভাবেই খেলা চলে।'

আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করতে যাচ্ছে কিউইরা। আরেক সেমিফাইনালে উড়তে থাকা পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।