টি- টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের চেয়ে কিউইদের এগিয়ে রাখছেন মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:06 বুধবার, 10 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ডকেই ফেভারিট বলছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের অধিনায়কের দাবি, দলগতভাবে লড়াই করা কিউইরা তাদের থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে।

এবারের আসরে বেশ দাপটের সঙ্গেই খেলে আসছে নিউজিল্যান্ড। দলটির নির্দিষ্ট কোনো ক্রিকেটার পুরো আসর জুড়ে পারফর্ম করছেন এমনটা নয়, বরঞ্চ প্রয়োজনের সময় জ্বলে উঠছেন যে কেউ। এই বিষয়টিই মনে ধরেছে ইয়ন মরগানের।

সেমিফাইনালের আগে মরগান বলেন, 'আমি আমাদের শক্তিশালী বা ফেভারিট বলতে চাই না। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল আছে। টুর্নামেন্ট জুড়ে চোট আমাদের ভুগিয়েছে। আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। যদিও তাদের হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের।'

তিনি আরও বলেন, 'দলগতভাবে লড়াই করা সম্ভবত তাদের সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর একটি। তারা একসঙ্গে কাজ করে। তারা কখনই এক বা দুজনের ওপর নির্ভর করে না। সবসময় সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের মেলে ধরে।'

এবারের আসরে ইনজুরির কারণে ইংল্যান্ড দলে ছিলেন না জফরা আর্চার, স্যাম কারানের ইনফর্ম বোলিং অলরাউন্ডাররা। ইনজুরি তো ছিল, সাথে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকেও দূরে ছিলেন জেনুইন অলরাউন্ডার বেন স্টোকস।

ইনজুরির ছোবল ছিল আসরের মাঝপথেও। কয়েকদিন আগেই আসর থেকে ছিটকে যান দলের অন্যতম সেরা পেসার টাইমাল মিলস। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার জেসন রয়ও। এমন পরিস্থিতিতে দল ফাইনাল খেললেও তা অসাধারণ হবে, সরল স্বীকারোক্তি মরগানের।

তিনি বলেন, 'আমরা যদি ফাইনাল খেলতে পারি সেটা অবশ্যই দারুণ হবে। জানি আমরা খুব কাছে। ফাইনালে গিয়ে আপনি হারতেও পারেন। তবে ফাইনালে কোনোভাবে উঠলে সেটা দারুণ এক কৃতিত্ব হবে।'