টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএলে ভালো করলেও বিশ্বকাপ দলে থাকবেন না, জানতেন ডু প্লেসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:03 মঙ্গলবার, 09 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন ফাফ ডু প্লেসি। চেন্নাই সুপার কিংসের পেছনে বড় অবদান রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। আইপিএলে ভালো করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাবেন না, এটি আগে থেকেই জানতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ডু প্লেসি।

আইপিএলের প্রথম পর্বে দারুণ শুরু করেছিলেন প্রোটিয়া এই ব্যাটার। করোনার কারণে আইপিএল বন্ধ হলেও পারফরম্যান্সে একটুও মরিচা ধরেনি ডু প্লেসি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্থগিত হলেও মাঝের সময়টায় মাঠ মাতিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। 

সেখানেও যথারীতি ব্যাট হাতে পারফর্ম করেছেন ডু প্লেসি। সংযুক্ত আরব আমিরাতে আবারও আইপিএল মাঠে গড়ালে যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন আবারও শুরু করেন ডানহাতি এই ব্যাটার। চেন্নাইয়ের হয়ে এবারের মৌসুমে ১৬ ম্যাচে করেছেন ৬৩৩ রান। 

এমন পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাবেন না সেটা আগে থেকেই জানতেন ডু প্লেসি। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরের দলে না থাকায় তিনি অনুমান করতে পেরেছিলেন যে আইপিএলে ভালো করলেও জাতীয় দলে সুযোগ পাবেন না। যদিও সেটাতে তিনি অবাক হননি। 

এ প্রসঙ্গে ডু প্লেসি বলেন, ‘এটা (দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে থাকবেন না) আমি মেনে নিয়েছি। আমি যখন শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পাইনি তখনই বুঝেছিলাম যে এই দলটিই বিশ্বকাপে যাবে।’

তিনি আরও বলেন, ‘এটা প্রত্যাশিত ছিল যে আমি যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্মও করি তবুও বিশ্বকাপ দলের সঙ্গে পারতাম না। আমি এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি না। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি বেছে নেবে যেটি বিশ্বকাপের আগে সব ম্যাচ খেলবে।’