টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ব্যর্থতার দায় ক্রিকেটারদেরই নিতে হবে: স্টেইন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:47 মঙ্গলবার, 09 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে শুরুটা করেছিল বাংলাদেশ। এরপর সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই ব্যর্থ টাইগাররা। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের মনে করেন, বাংলাদেশের ব্যর্থতার দায় ক্রিকেটারদেরই নিতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে হারার পর বাছাই পর্বের প্রথম ম্যাচে হোঁচট খায় স্কটল্যান্ডের কাছে। বাংলাদেশের জন্য যেটা খানিকটা অপ্রত্যাশিতই ছিল।

ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার টুয়েলভে গেলেও সেই ধারা বজায় রাখতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবকটিতেই হারে বাংলাদেশ। ঘরের মাঠে ভালো করলেও বিশ্বকাপ বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘তারা এখানে যেমন খেলেছে, তার চেয়েও ভালো মানের দল। টিম ম্যানেজমেন্টের কোনো দোষ দেখছি না, খেলোয়াড়দের দায়ী করতে হবে। তাদের কেউই পারফর্ম করতে পারেনি এটাই সমস্যা।’

দক্ষিণ আফ্রিকা সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে। কিন্তু তারপরও নেট রান রেটে পিছিয়ে থেকে সেমিফাইনালে যাওয়া হয়নি প্রোটিয়াদের। সুপার টুয়েলভ থেকে বাদ পড়ায় অনেকেই ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচনা করেছে।

দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স প্রসঙ্গে স্টেইন বলেন, ‘আমি বেশ কয়েকটি বিশ্বকাপ দেখেছি এবং এবারের বিশ্বকাপে আমাদের ক্রিকেটারেরা যেভাবে খেলেছে তা একেবারে খারাপ ছিল না। কিন্তু মাঠে তাদের শারীরিক ভাষা যথেষ্ট ভালো ছিল না।’