বাংলাদেশ ক্রিকেট

সুযোগ পেলে জাতীয় দলকেও বিশ্বকাপ জেতাতে চান হৃদয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:48 মঙ্গলবার, 09 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য তৌহিদ হৃদয়। অল্প বয়সে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়ে গেছেন হৃদয়সহ অন্যান্য অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সুযোগ পেলে বাংলাদেশের জাতীয় দলকেও বিশ্বকাপ জেতাতে চান হৃদয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সফরে ভালো ফলাফলের প্রত্যাশায় বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটাররা ভালো না খেলায় ইতোমধ্যেই পাইপলাইন নিয়ে প্রশ্ন উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে। যদিও এরইমাঝে পাইপলাইন সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে বিসিবি।

ইয়াসির আলী রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের পাশাপাশি হৃদয়, পারভেজ হোসেন ইমনের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটাররাও আছেন বিসিবির নজরে।

পাকিস্তান সিরিজের আগে এরইমাঝে সাত জনকে নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরু করেছে বিসিবি, যাদের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। ধারণা করা হচ্ছে, এই ক্যাম্প থেকেই পাকিস্তান সিরিজে জায়গা করে নেবেন ৩-৪ জন। এর মাঝে একজন হতে পারেন হৃদয়ও। আর সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান হৃদয়ও।

মঙ্গলবার তিনি বলেন, 'যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব। '

তিনি আরও বলেন, 'সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার কাজ হল অনুশীলন। এখানে সুযোগ কাজে লাগাতে চাই। জাতীয় দলের পরিবেশ ও সুযোগ-সুবিধা ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি।'

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুজনের কোচিংয়ে আপাতত রেঞ্জ হিটিং অনুশীলন করছেন এই ক্রিকেটাররা। বোলিং মেশিনের মাধ্যমে অনেক গতিতে ধেয়ে আসা বলকে ছক্কায় পরিণত করতে মগ্ন তারা।

হৃদয় আরও বলেন, 'যে ৭ জন এসেছি, কেন এসেছি তা নির্বাচকরা জানেন। আমাদের মূল কাজ মনোযোগ বাড়ানো। রেঞ্জ হিটিং অনুশীলন হচ্ছে। সুজন স্যার আছেন, কোচরা আছেন। অনুশীলন করছি, দেখা যাক। আল্লাহ ভরসা।'