টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে দুই সদস্যের কমিটি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:46 সোমবার, 08 নভেম্বর, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ব্যর্থতার পাল্লা আরও খানিকটা ভারী করেছে মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)। 

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কমিটির দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির দুই পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজকে।

স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। মাঝের সময়টায় হার দেখতে হয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার। পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের জয় কেবল ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখানোর পরও কেন বিশ্বকাপে গিয়ে ৮ ম্যাচের ৬টিতেই হারল বাংলাদেশ সেটির কারণে খুঁজতেই এই কমিটি গঠন করেছে বিসিবি। সেই সমস্যার কারণ খুঁজতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে কথা বলবে তারা দুজন। যা পর্যবেক্ষণ করে বিসিবিকে জানাবে তারা।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এটা প্রায় একটা ফ্যাক্ট-ফাইন্ডিংয়ের (কমিটি) মতো। আমাদের এতো খারাপ পারফর্ম করার কথা ছিল না। আমরা বিশ্বকাপে যাওয়া খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলব, এমনকি গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলব। আমরা ঠিক কী ঘটেছে তা জানার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামীকাল থেকে আমাদের কাজ শুরু করবো। কিন্তু কমিটির কোনো সময়সীমা নেই। আমরা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ব্যঘাত ঘটাতে চাই না। আমরা কোচের রিপোর্ট উল্লেখ করবো। তবে আমরা ম্যানেজার এবং কোচের সঙ্গে মৌখিকভাবে কথা বলব।’